With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Tuesday, February 21, 2012

রয়ে গেলাম


এখন রাত বারোটা, মন ভালো নেই।
কি যে লিখতে বসলাম! সময়ের জানা নেই;
তন্দ্রার মধুছন্দায় কলমের পোশাক নেই।
নেই, মনে সাদা নেই, ভালো নেই।

আবেগের অজুহাত নগ্ন, ওজনদরে বিক্রি নেই;
চাপা দীর্ঘশ্বাসের পরিহাস, রক্তের রঙ নেই;
তুমি নেই, নারী নেই, ঘুমপাড়ানি গান নেই,
সাদা কাগজের ভাষা নেই, মন ভালো নেই।

ব্যাথার নেশা চোখে, জলের স্বাদ নেই;
জুঁই ফুলের গন্ধে ধূপ কাঠির লজ্জা নেই;
অপবাদ মানে কবিতা, ঈশান কোণে মেঘ নেই।
রানী মৃত, অবিনাশ পলাতক, মন ভালো নেই।

ছেলেবেলার ছাদ, লাটাই আর ঘুড়ি নেই।
বৃষ্টি ভেজা সাঁঝ বেলায়, রূপকথারা নেই;
চুম্বনহীন শুষ্ক ঠোঁট, রস নেই;
নেই কালবেলায় মরূদ্যানে ঝড়, মন ভালো নেই।

শত্রু নেই, বিব্রত অভিমান নেই;
মেরুহীন অসার চুম্বক, আকর্ষণ নেই;
দূষিত বৃষ্টিতে চাতকের কাকস্নান নেই।
ফিরে তাকানোর ভয় নেই, তাই মন ভালো নেই।

ভালো নেই, শুম্ভ – নিশুম্ভ, কেউ ভালো নেই।
সদ্যস্নাত খোলা পিঠে এক বিন্দু জল নেই,
জঙ্ঘায় আঁচর নেই, গোলাপের কাঁটা নেই,
মধ্যবর্তী শূন্যতা নেই, মন ভালো নেই।

দেশলাই বাক্সে লুকানো মশাল নেই;
মস্তিষ্কের বাক্সে হোরিয়ালির বীজ নেই;
বাক্সবন্দী চিঠির প্রতিবাদ নেই;
বোকা বাক্সের ঘুম নেই, মন ভালো নেই।

পুরনো বই এ রাখা নিমপাতার মরন নেই;
আজ চায়ে চিনির দানার প্লবতা নেই।
আর রাত নেই, অন্ধকারের আলো নেই,
চোখে জ্বালা নেই, মন ভালো নেই।

No comments:

Post a Comment